রফিকুল-আমানসহ ৩৩জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Comments are closedরাজধানীর মিরপুরে বাসে পেট্রলবোমা হামলার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মামলার অভিযোগপত্র গ্রহণ করে আজ এ আদেশ দেন। অবরোধ চলাকালে গত ২৫ জানুয়ারি মিরপুরে পেট্রলবোমা হামলায় বেশ কয়কেজন আহত হন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমানউল্লাহ আমান। এদিকে, নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি ২৫শে জুন নির্ধারণ করেছেন চেম্বার বিচারপতি। এর আগে ওই তিন মামলায় মির্জা ফখরুলকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।