রাজতন্ত্র কায়েম করেছে হাসিনা : খালেদা
Comments are closedবর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে রাজতন্ত্র কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার লন্ডনের একটি হোটেলে নাগরিক সভায় তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়া বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানমন্ত্রীর হুকুমে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাচন চালাচ্ছেন। তবে, হামলা-মামলা দিয়ে বিএনপিকে ভাঙ্গা যাবে না বলেও দাবি করেন খালেদা জিয়া। এছাড়া, বর্তমানে জঙ্গি হামলার নামে যেসব ঘটনা ঘটছে সেগুলো বহির্বিশ্বকে ভয় দেখানোর জন্য এবং সেসব ঘটনায় সরকারের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপার্সন।