রাজধানীতে জমে উঠছে পশুর হাট
Comments are closedরাজধানীর পশুর হাটগুলোতে আসতে শুরু করেছেন গরু ব্যবসায়ীরা । গাবতলীর স্থায়ী পশুর হাটের সঙ্গে বসেছে আরও ২৩টি হাট। ঈদের দিন পর্যন্ত এসব হাটে চলবে কেনাবেচা। হাটগুলোতে পশু আসতে শুরু করলেও বিক্রি এখনও জমে ওঠেনি। বিক্রেতারা বলছেন, আজ থেকে জমে উঠবে কেনা-বেচা।