রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী
Comments are closedপূজা, আশুরা ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সকালে মহানগরীর মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন নাশকতা ঠেকাতে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছেন। শতভাগ নিরাপত্তা দিতে ডগ স্কোয়াডও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
দুর্গাপূজার শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন গোপালগঞ্জের প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরীর পর এখন চলছে মণ্ডপ নির্মাণ।