রাজধানীতে বর্জ্য অপসারণের কাজ শেষের দিকে: মেয়র সাঈদ খোকন
Comments are closedপবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানির পর রাজধানীতে বর্জ্য অপসারণের কাজ শেষের দিকে। নগরীতে তৈরি হওয়া হাজার হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ। নগরবাসীরাও এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। দুই সিটি কর্পোরেশনের অধীনে কাজ করেছেন প্রায় প্রায় ১৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী।
এদিকে, কোরবানির বজ্র ৪৮ ঘন্টার আগেই অপসারন করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। সকালে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মেয়র বলেন এখন পর্যন্ত ১৯ হাজার ৮ টন বজ্র অপসারন করা হয়েছে।