রাজধানীতে সড়ক দূর্ঘনায় নিহত ১
Comments are closedরাজধানীর বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের চাপায় খুকুমনি নামে এক পরিছন্নতাকর্মী মারা গেছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। খুকুমনি তেজগাঁও নাখালপাড়া এলাকার বাসিন্দা ও ওমর আলীর স্ত্রী। পুলিশ জানায়, ভোরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।