রাজধানীতে ৪৯৩ ও চট্টগ্রামে ২০ টি স্থানে কোরবানি
Comments are closedআসন্ন ঈদুল আযহায় জনগণের যাতায়াতে বিঘ্ন ঘটে এমন স্থানে পশুর হাট না বসানোর নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া, হাসপাতাল ও রেললাইনের পাশেও যেন হাট বসতে না পারে সেদিকে লক্ষ রাখতে বলা হয়েছে। দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। কোরবানীর জন্য রাজধানীতে দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৮৫টি এবং উত্তরে ২০৮টি স্থান নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে সচিব আরও জানান, পশু জবাইয়ের পর ওই স্থান থেকেই মাংশ বিতরণ করতে হবে। সচিব আরও জানান এবার ঢাকা দক্ষিণে ১০টি ও উত্তরে ৬টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। এছাড়া, চট্টগ্রামে কোরবানির জন্য ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে। এদিকে, ঈদুল আজহার সময় মহাসড়কে পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ৪টি স্থানে সড়ক প্রশস্তকরণ ও ডিভাইডার নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।