রাজধানীর মসজিদ-মাদ্রাসায় সিসিটিভি স্থাপনের নির্দেশ
Comments are closedদেশ জুড়েই যখন ভয় আর আতঙ্ক, ঠিক তখনই রাজধানীর মসজিদ মাদ্রাসা ও বাসা-বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। বিভিন্ন মসজিদের পরিচালনা কমিটির শীর্ষ নেতাদের ডেকে নিজ নিজ খরচে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও মসজিদে ইসলামের দাওয়াত নিয়ে আসা তাবলিগ জামাতসহ অন্যান্যদের বিস্তারিত তথ্য-উপাত্ত, নাম, ঠিকানা ও পেশা ইত্যাদি লিপিবদ্ধ করে নিয়মিত সরবরাহ করার নির্দেশনা প্রদান করেছে ডিএমপি। কঠোর নজরদারি ও যে কোনো ধরনের অপরাধ দমনে সতর্কতামূলক ব্যবস্থাপনার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।