রাজধানী থেকে আহত শিশু গৃহকর্মী উদ্ধার
Comments are closedরাজধানীর চকবাজার এলাকা থেকে আহত অবস্থায় শিল্পী নামের এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। সকালে চকবাজার থানার নূর ফাতাহ লেন বিদ্যুৎ অফিস এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশু শিল্পী জানিয়েছে, তাকে ৫শ’ টাকা চুরির অপবাদে মারধর করেছে গৃহকর্তা-গৃহকর্ত্রী। তাই বাসা থেকে রাস্তায় বের হয় সে। এসময় পুলিশ তাকে উদ্ধার কোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শিশুটি এলাকার রিপন ও তার স্ত্রী কেয়ার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো বলে জানায়। তবে বাসার ঠিকানা বলতে পারছে না সে।