রাজধানী সবুজ ঢাকায় রূপান্তরিত হবে: আনিসুল হক
Comments are closedআগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে রাজধানীকে সবুজ ঢাকায় রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সকালে সবুজ ঢাকা আন্দোলনের পরিচ্ছন্নতা অভিযান ও র্যালীর উদ্বোধন করে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এসময় মেয়র সবুজ ঢাকা গড়তে নগরবাসীর আন্তরিক অংশগ্রহণ কামনা করেন। অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং পরিচ্ছন্নতা কর্মীরা বঙ্গবন্ধু নভোথিয়েটার থেকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সড়ক এবং আশপাশের এলাকা পরিষ্কার করেন।