রাজন হত্যার বিচার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ
Comments are closedসিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলামকে সৌদিআরব থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। সৌদিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল জেদ্দার জামেয়া এলাকা থেকে কামরুলকে আটক করে সৌদি পুলিশের কাছে হস্তান্তর করে প্রবাসী বাংলাদেশিরা। এদিকে, ওই ঘটনায় আটক ইসমাইল নামে আরেক জনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে দেশজুড়ে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।