রাজন হত্যা: আটক দুই
Comments are closedসিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যার প্রধান আসামি মুহিত আলমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে আদালতে হাজির করে পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের ভিত্তিতে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে,ময়নাতদন্তের প্রতিবেদনে রাজনের দেহের ৬৪টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের আশ্রয় দেওয়ার অভিযোগে ইসমাইল হোসেন নামে আরও একজনকে আটক করা হয়েছে। তবে, আরেক আসামি কামরুল ইসলাম হত্যার পরদিনই সৌদি আরব পালিয়ে গেছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।