রাজশাহীতে দুই জেএমবি সদস্যকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা
Comments are closedরাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডে জড়িত দুই জেএমবি সদস্যকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ -আরএমপি। এরই মধ্যে আরএমপি সদর দফতর থেকে তাদের ছবিসহ নাম ও পরিচয় প্রকাশ করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম গণমাধ্যমকে জানান, এদের সম্পর্কে তথ্যদাতাদের রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সকালে অনুষদ ভবনের সামনে থেকে এ র্যালি শুরু হবে। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে জঙ্গিবাদবিরোধী সমাবেশে মিলিত হবে।