রাজ্জাককে ফেরাতে আলোচনা
Comments are closedমিয়ানমারের সীমান্ত রক্ষীদের হাতে বন্দি বিজিবির নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনতে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় ও প্যাসিফিক অনুবিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। জানান, মিয়ানমারের সীমান্ত শহর মংডুতে আনুষ্ঠানিক বৈঠকে পর রাজ্জাককে ফেরত পাওয়া যাবে। এদিকে, বিজিবির অপহৃত নায়েক আব্দুর রাজ্জাককে এখনও ফিরিয়ে আনতে না পারায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর এবং গম কেলেঙ্কারির অভিযোগে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পদত্যাগ দাবি করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।