রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে সেভিয়া
Comments are closedস্প্যানিশ লা লিগায় রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে সেভিয়া। খেলা শুরু রাত সাড়ে ১২টায়। সরাসরি দেখাবে সনি কিক্স। একই সময়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লড়বে দিপোর্তিভো লা করুনা। এর আগে, গতকালের ম্যাচে টমাস ভারমালিনের একমাত্র গোলে মালাগাকে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় পায় বার্সেলোনা। অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় রিয়াল বেটিসকে। এদিন, রোনালদোর পা থেকে কোন গোল না আসলেও বেল ও জেমস রদ্রিগেজ করেছেন জোড়া গোল।