রাতে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে কলম্বিয়া
Comments are closed২০১৮ রাশিয়া বিশ্বকাপে দক্ষিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে রাত আড়াইটায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা, সরাসরি দেখাবে সনি সিক্স। আরেক ম্যাচে, আগামীকাল ভোর ৫টায় মুখোমুখি হবে উরুগুয়ে ও চিলি, সরাসরি দেখাবে সনি সিক্স এইচডি। এবং সকাল ৬টায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে পেরু, সরাসরি দেখাবে সনি কিক্স। এদিকে, ইউরো ২০১৬ বাছাইয়ের প্লে অফ ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে ডেনমার্ক ও সুইডেন, সরাসরি দেখাবে সনি কিক্স। আরেক ম্যাচে, স্লোভেনিয়ার প্রতিপক্ষ ইউক্রেন, এই ম্যাচটি সরাসরি দেখাবে সনি সিক্স এইচডি। দুটি খেলাই শুরু হবে রাত পৌনে ২টায়।