রাতে চেলসির মুখোমুখি হবে নরউইচ সিটি
Comments are closedইংলিশ প্রিমিয়ার লিগে রাত পৌনে ২টায় বর্তমান চ্যাম্পিয়ন চেলসির মুখোমুখি হবে নরউইচ সিটি। খেলাটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ওয়ান। অন্যম্যাচে, একই সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ওয়েস্টব্রম উইচ। এই খেলাটি দেখা যাবে স্টার স্পোর্টস টুয়ের পর্দায়। এছাড়া, রাত পৌনে ২টায় অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ এভারটন। খেলাটি দেখাবে স্টার স্পোর্টস ফোর।