রাতে ব্রাজিল যাচ্ছেন বাংলাদেশী শ্যুটার
Comments are closedআগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলের রিওডিজেনিরোতে শুরু হচ্ছে গ্রেটেস্ট অন দ্যা আর্থ খ্যাত অলিম্পিকের আসর। আর এ আসরে অংশ নিতে আজ রাত সাড়ে ৯টায় ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বাংলাদেশের শুট্যার আবদুল্লাহ হেল বাকী। তিনি জানান, নিজের সেরাটা দিয়েই দেশের জন্য ভাল কিছু অর্জন করতে চান তিনি। অলিম্পিকে এবার বাকী ছাড়াও আরও ৬ জন প্রতিযোগী অংশ নেবেন। এই প্রতিযোগীদের সঙ্গে তিনজন কোচ এবং কর্মকর্তা মিলে ২৪ সদস্যের বাংলাদেশ দল তিন ধাপে ব্রাজিল যাবেন। এদিকে আগামীকাল ভোরে যাচ্ছেন অ্যাথলেট মেজবাহ ও শিরিন আক্তার এবং সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার। আর আগামী ২ আগস্ট ব্রাজিলের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান ও আর্চার শ্যামলী রায়।