রাতে মনশেনগ্লাডবাখের মুখোমুখি ব্রেডার ব্রেমন
Comments are closedজার্মান বুন্দেস লিগেম বুরুশিয়া পার্কে মনশেনগ্লাডবাখের মুখোমুখি হবে ব্রেডার ব্রেমন। রাত ১২টায় খেলাটি সরাসরি দেখাবে টেন স্পোর্টস। অন্য ম্যাচে অ্যালিয়াঞ্জ অ্যারিনায় রাত দেড়টায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে ডার্মটাস্ট। খেলাটি দেখা যাবে টেন অ্যাকশনের পর্দায়।