রাতে মাঠে নামবে রিয়াল
Comments are closedউয়েফা চ্যাম্পিয়নস লিগে রাত নয়টায় স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের মোকাবেলা করবে কাজাখস্তানের ক্লাব এফ কে আস্তানা। খেলাটি সরাসরি দেখাবে টেন অ্যাকশন। অন্য ম্যাচে রাত পৌঁনে দুইটায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। এই খেলাটিও সরাসরি দেখাবে টেন অ্যাকশন।একই সময় অপর ম্যাচে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কো। খেলাটি দেখাবে টেন স্পোর্টস। অন্য দিকে স্পেনের সেভিয়ার সঙ্গে লড়বে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। রাত পৌঁনে দুইটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টেন এইচডি। একই সময় ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসের বিপক্ষে খেলবে জার্মানির ক্লাব মশেনগ্লাডবাখ। এই খেলাটি দেখাবে টেন ক্রিকেট।