রাতে মুখোমুখি বরুশিয়া ডর্টমুন্ড ও মাইঞ্জ
Comments are closedবুন্দেসলীগায় রাতে মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড ও মাইঞ্জ । সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-২। এছাড়া ফরাসি লীগ ওয়ানে মোনাকো খেলবে লিঁওর বিপক্ষে । সরাসরি দেখাবে টেন অ্যাকশন। দুটি ম্যাচই শুরু হবে রাত সাড়ে ১২টায়।