রাত ১০টায় নেদারল্যান্ডসের মুখোমুখি তুরস্ক
Comments are closed২০১৬ ইউরো ফুটবলের বাছাই পর্বে রাত ১০টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক। রাত পৌনে একটায় মাঠে নামবে ইতালি ও বুলগেরিয়া। দুটি খেলাই সরাসরি দেখাবে সনি কিক্স। একই সময়ে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে সাইপ্রাস।