রানা প্লাজা’য় নিষেধাজ্ঞা
Comments are closedরানা প্লাজা ধস নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘রানা প্লাজা’র প্রদর্শনী ও সম্প্রচারে ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে হাইকোর্ট। একই সঙ্গে ওই চলচ্চিত্রের জন্য সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতাও স্থগিত করা হয়েছে। আজবিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সাইমন ও পরী মণি অভিনীত চলচ্চিত্রটি আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। ২০১৩ সালে সাভার বাজারের কাছে রানা প্লাজা ধসের ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে পোশাককর্মী রেশমাকে উদ্ধারের ঘটনা নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়।