রানা প্লাজা ধ্বস: ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ জানুয়ারি
Comments are closedরানা প্লাজা ধ্বসের ঘটনায় রানা সহ মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ আগামী ৫ই জানুয়ারি ২০১৬ তারিখ ধার্য করেছে আদালত। দুপুরে ঢাকা বিভাগীয় ইস্পেসাল জজ আতোয়ার রহমান , রানা সহ বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী এইদিন ধার্য করেন ।