রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে রোডমার্চ
Comments are closedসুন্দরবন রক্ষায় রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ঢাকা থেকে সুন্দরবন পর্যন্ত রোডমার্চ শুরু করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রোডমার্চ শুরুর আগে এক আলোচনা সভা হয়। এতে উপস্থিত ছিলেন বাম মোর্চার সমন্বয়ক কমরেড সাইফুল হক,তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদসহ বিভিন্ন বাম সংগঠনের নেতা কর্মীরা। তারা অভিযোগ করেন,সরকার দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মত উপেক্ষা করে সুন্দরবন ধ্বংসের জন্য রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ অব্যাহত রেখেছে। সভায় উপস্থিত কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ সরকারের প্রতি আহবান জানান, প্রকল্পটি অন্য কোথাও সরিয়ে নেওয়ার। এদিকে, রোডমার্চটি মানিকগঞ্জে পৌঁছানোর পর সমাবেশকালে পুলিশ তাতে লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন আহত হয়।