রাশিয়ায় ফুটবল বাছাই পর্বে আজ রাতে মাঠে ৬ দল
Comments are closedরাশিয়া ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে রাতে মাঠে নামবে ৬টি দল। রাত সাড়ে ১২টায় ইতালির বিপক্ষে মাঠে নামবে স্পেন। একই সময়ে অস্ট্রিয়ার মুখোমুখি হবে ওয়েলস। আর, রাত ৩টায় ইকুয়েডর খেলবে চিলির বিপক্ষে। এছাড়া আগামীকাল ভোর ৫টায় উরুগুয়ের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ভোর পৌঁনে ৭ টায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে বলিভিয়া। এছাড়া সকাল সোয়া ৮টায় পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। সবগুলো খেলা দেখা যাবে,সনি ইএসপিএন এবং সনি সিক্সের পর্দায়।