রাষ্ট্রপতির সঙ্গে আজ দেখা করবেন প্রধান বিচারপতি
Comments are closedপ্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন। বিকাল সাড়ে তিনটায় এ সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতির গত ২৩ মার্চ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার তারিখ নির্ধারিত ছিল। তবে,ওই সাক্ষাৎ অনুষ্ঠান বাতিল হওয়ায় এবার প্রধান বিচারপতির নেতৃত্বে আরও বড় পরিসরে উচ্চ আদালতের বিচারপতিগণ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন।