রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালো নেদারল্যান্ডসের রানী
Comments are closedতিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জরিগুয়েতা সেরুতি। জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য অর্থনৈতিক সেবার সচেতনতা বাড়ানোই তার এ সফরের উদ্দেশ্য। সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন রানী ম্যাক্সিমা। এর বাইরে সুশিল সমাজ, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগী অংশীদারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।