রাহুল গান্ধীর নাগরিকত্ব বাতিলের দাবি করেছে বিজেপি
Comments are closedকংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপির এক নেতার দাবি, লন্ডনের একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিবন্ধন সংক্রান্ত কাগজপত্রে নিজেকে ব্রিটিশ নাগরিক উল্লেখ করেছেন রাহুল। তবে কংগ্রেসের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ সংক্রান্ত প্রমাণপত্রসহ চিঠি দিয়ে রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছেন তামিল নাড়ু রাজ্যের বিজেপি নেতা সুব্রমনিয়ন স্বামী। বিজেপি নেতা সুব্রমনিয়ন যে প্রমাণপত্র উপস্থাপন করেছেন তাতে উল্লেখ রয়েছে , যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ব্যাকঅপস লিমিটেডের’ বার্ষিক রিটার্নে নিজেকে ব্রিটিশ বলে পরিচয় দিয়েছেন রাহুল গান্ধী। কোম্পানিটির পরিচালক ও সচিব পদে ছিলেন রাহুল গান্ধী।