রিও অলিম্পিকের সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হন্ডুরাস
Comments are closedঅলিম্পিকের আসরে এখন পর্যন্ত ফুটবলে স্বর্ণ জেতা হয় নি ব্রাজিলের। তবে, এবারের আসরে দুর্দান্ত পারফর্ম করে অধরা স্বর্ণ জেতার লক্ষ্যে শিরোপার দোরগোড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রিও অলিম্পিকের ফুটবল ডিসিপ্লিনের সেমিফাইনালের লড়াইয়ে মারাকানায় রাত ১০ টায় হন্ডুরাসের মুখোমুখি হবে স্বাগতিকরা। এর আগে, কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ চারের টিকেট নিশ্চিত করে নেইমার বাহিনী। অপর, সেমিতে সাও পাওলোতে রাত ১টায় বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে মাঠে নামবে নাইজেরিয়া। দুটি খেলাই সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ফোর।