রিজভীসহ ১৪৭ জনের সাক্ষ্যগ্রহণ ৭ অক্টোবর
Comments are closedবিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৪৭ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ৭ অক্টোবর ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত এ দিন ধার্য করেন। ২০১৩ সালের ১১ মার্চ বিএনপি কার্যালয়ের সামনের সমাবেশে ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন বাদী হয়ে ওই মামলা করে পুলিশ। এদিকে, পল্টন থানার নাশকতার মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ১২৯ জনের বিরুদ্ধে চার্জ গঠনের পরবর্তী দিন আগামী ১৬ই নভেম্বর ধার্য করেছেন আদালত। দুপুরে চীফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আলমগীর কবির রাজ শুনানির এই পরবর্তী দিন ধার্য করেন।