রিজার্ভের উদ্ধারকৃত অর্থের প্রাথমিক তদন্ত শেষ করেছে ফিলিপাইন
Comments are closedবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ও ১০ লাখ ডলারের মধ্যে উদ্ধারকরা দেড় কোটি ডলার নিয়ে প্রাথমিক তদন্ত শেষ করেছে ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিস। ৪ মাসের শুনানি শেষে দেশটির একজন সহকারী প্রসিকিউটর তদন্তকাজের সমাপ্তি টানেন। এসব তথ্য প্রকাশ করেছে দেশটির দৈনিক ডেইলি এনকোয়ার। জানায়, ফিলিপিন্সের রিজাল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া সন্তোষসহ ক্যাসিনো ও মুদ্রা বিনিময় কোম্পানীর বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে এই তদন্ত চালানা হয়। গেল ফেব্রয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা হয়। এর মধ্যে, চারটি মেসেজের মাধ্যমে ফিলিপিন্সের রিজাল ব্যাংকে সরিয়ে নেওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের একটি বড় অংশ চলে যায় ক্যাসিনোতে।