রিভিউয়ের রায় শোনানো হয়েছে মীর কাসেমকে
Comments are closedফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীকে রিভিউয়ের রায় পড়ে শোনানো হয়েছে। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাকে এ রায় শোনানো হয়। এসময় প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা জানতে চাইলে মীর কাসেম জানান, আইনজীবী এবং পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন তিনি।
এদিকে মীর কাসেম আলীর সঙ্গে দেখার করার অনুমতি পেয়েছে তার পরিবার। দুপুরে কাশিমপুর কারাগারে যান তারা।
এর আগে, মঙ্গলবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতির সাক্ষরের পর প্রকাশ হয় মীর কাসেমের রিভিউ রায়। ২৯ পৃষ্ঠার এই রায় প্রকাশের পরই পাঠানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরে ফাঁসি কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে রায়ের কপি পাঠায় ট্রাইব্যুনাল। অবহিত করা হয় আইন ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে।