রিমান্ড শেষে আদালতে তিন আইনজীবী
Comments are closedজঙ্গী অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীকে রিমান্ড শেষে আজ চট্টগ্রাম আদালতে নেয়া হয়েছে। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান,আদালতে তাদের ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার হাটহাজারী থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত।