রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ এইবার; বার্সেলোনার প্রতিপক্ষ সেল্টা ভিগো Created by Radio Dhoni on রবি, ১০/০২/২০১৬ Comments are closed স্প্যানিশ লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে রাত সোয়া ৮টায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে এইবার। অন্যম্যাচে, রাত পৌনে ১টায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ সেল্টা ভিগো। দুটি ম্যাচই সরাসরি দেখাবে সনি সিক্স।