রুশ বিমান বিধ্বস্তে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ধ্রুর্মজাল
Comments are closedমিসরের সিনাইয়ে রুশ বিমান বিধ্বস্তের পেছনে বোমা হামলার ঘটনা থাকতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা। তবে, দেশ দুটির পক্ষ থেকে বোমা হামলার সম্ভাবনার কথা বলা হলেও এখনই এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয় বলে জানিয়েছে, ব্রিট্রেনের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। তিনি বলেন, বিমানটির বোর্ডে বিস্ফোরক ডিভাইসের কারণেই বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। অপরদিকে, মার্কিন এক কর্মকর্তা বলছেন,হামলার দায় স্বীকার করা, ইসলামিক স্টেট-আইএস হয়তো এর সঙ্গে জড়িত।