রেলের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে সিদ্ধান্ত জানা যাবে কাল
Comments are closedঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামীকাল। এদিন অগ্রিম টিকিট বিক্রির তারিখ ও কিছু ট্রেনে নতুন কোচ দেয়ার ঘোষণা দেবেন রেলমন্ত্রী মজিবুল হক। আগামীকাল দুপুর দেড়টায় রেলভবনের সম্মেলন কক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের সামনে ব্রিফিং করবেন মন্ত্রী। এর আগে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে বৈঠকে বসবেন মুজিবুল হক। এদিকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি ২৩ আগস্ট থেকে শুরু হওয়ার কথা। তবে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।