রেলের আগাম টিকেট মিলবে কাল
Comments are closedবৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে রেলের অগ্রিম টিকেট বিক্রি। কাল দেয়া হবে ১৩ই জুলাইয়ের টিকেট। পর্যায়ক্রমে ১০ই জুলাই দেয়া হবে ১৪ তারিখের, ১১ই জুলাই বিক্রি করা হবে ১৫ তারিখের টিকেট। এবার ২৫ শতাংশ টিকেট কাটার সুযোগ থাকছে অনলাইনে।