লঞ্চের কেবিনে গৃহবধূকে জবাই
Comments are closed
বরিশালগামী পারাবত-১০ লঞ্চের একটি কেবিন থেকে মিনা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ২টার দিকে লঞ্চটির স্টাফ কেবিনে এ হত্যাকান্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে স্বামীসহ ৩ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী চলন্ত লঞ্চে হঠাৎ চিৎকার শুনে কেবিনে প্রবেশ করে লঞ্চের স্টাফ ও যাত্রীরা। এ সময় গৃহবধূ মিনাকে জবাইকরা অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী আনিসসহ ৩ জনকে আটক করে পুলিশ। পরে বরিশাল কোতোয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা সত্য রঞ্জন গণমাধ্যমকে বিষয়টি যেভাবে বলছিলেন। এরই মধ্যে, পুলিশের কাছে খুনের বিষয়টি স্বীকার করেছে খুনিদের একজন কালাম পাটোয়ারী।