লালবাগ কেল্লার দেয়াল ভাঙা বন্ধে নির্দেশ
Comments are closedমোঘল স্থাপত্য লালবাগ কেল্লার দেয়াল ভেঙ্গে গাড়ি পার্কিংয়ের জন্য স্থান নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্মাণ কাজ বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। দুপুরে এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। এছাড়া,লালবাগ কেল্লাকে কেন আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে না এবং সংরক্ষণের নিদের্শ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। আগামী ২ সপ্তাহের মধ্যে সংস্কৃতি সচিব,প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।