লাস পালমাসকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল
Comments are closedস্প্যানিশ লা লিগায় লাস পালমাসকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রাফায়েল বেনিতেজের শিষ্যরা। অন্য ম্যাচে, গেটাফের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এদিকে, আজ বিকেল ৫ টায় রায়ে ভায়েকানোর মুখোমুখি হবে এইবার। আরেক ম্যাচে, রাত ৯টায় এসপানিওলের বিপক্ষে মাঠে নামবে গ্রানাডা। এছাড়া, রাত সোয়া এগারটায় মালাগা খেলবে স্পোর্টিং গিজনের বিপক্ষে। অন্যম্যাচে, রাত দেড়টায় রিয়াল বেটিসের প্রতিপক্ষ অ্যাথলেটিকো বিলবাও। সব গুলো ম্যাচ সরাসরি দেখাবে সনি সিক্স চ্যানেল।