লা-লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে গ্রানাডা
Comments are closedলা-লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ খেলবে গ্রানাডার বিপক্ষে। খেলা শুরু হবে রাত ৮টায় ।অপর ম্যাচে রাত ১২.৩০টায় অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে নামবে এইবারের বিপক্ষে। আর রাত ১০.১৫ মিনিটে ভ্যালেন্সিয়া খেলবে রিয়াল বেটিস ও রাত ২টায় রিয়াল সোসিয়েদাদ মুখোমুখি হবে এসপানিওল এর বিপক্ষে । সবগুলো খেলাই সরাসরি দেখাবে সনি কিক্স চ্যানেল।