লিবীয় উপকূলে ৬শ অভিবাসী নিয়ে নৌকাডুবি
Comments are closedভূমধ্যসাগরের লিবীয় উপকূলে ৬শ অভিবাসী নিয়ে নৌকাডুবির ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এছাড়া, জীবিত উদ্ধার করা হয়েছে ৩৯৯ জন অভিবাসীকে। দুর্ঘটনায় শতাধিক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযানে নেমেছে ইতালি ও আয়ারল্যান্ডের উদ্ধারকর্মীরা। চলতি বছরে ইউরোপ যাওয়ার পথে সাগরে ডুবে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। শুধু লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথেই মারা যান ১ হাজার ৯৩০ জন।