শমসের মবিন চৌধুরীর পদত্যাগ, আওয়ামী লীগের অভিনন্দন
Comments are closedবিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। সিদ্ধান্তের কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি বুধবার রাতে চিঠি দেন তিনি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে এ চিঠি পৌঁছে দেয়া হয়। পাঠানো চিঠিতে শমসের বলেন, অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। যেহেতু তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন তাই বিএনপির কোনো পদেও থাকতে পারেন না। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত শমসের মবিন চৌধুরী পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয় শমসের মবিনকে। বিএনপির আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি যারা দেখভাল করেন তিনি তাদের মধ্যে অন্যতম ছিলেন। এদিকে, শমসের মবিন চৌধুরীর পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত দলের কেউ মুখ খুলছেন না। রেডিও ধনির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান।
এদিকে, বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ায় শমসের মবিন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, তার মত আরও যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতা বিএনপিতে আছেন, তারা এক সময় এভাবে বেরিয়ে আসবেন। নতুন করে দল সাজাতে বিএনপির বিবেকবান নেতাদের প্রতি আহবান জানান হানিফ।