‘শরণার্থীদের আশ্রয়দানের ব্যাপারে অস্বীকৃতি জানালে ব্যবস্থা’
Comments are closed‘ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশ শরণার্থীদের আশ্রয়দানের ব্যাপারে অস্বীকৃতি জানাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক বাল্টার স্টেইনমায়ার। স্থানীয় সময় শনিবার জার্মান সাময়িকী দার স্পেইজেল-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে স্টেইনমায়ার ইউই জোটভুক্ত দেশগুলোকে কোটা অনুযায়ী শরণার্থীদের আশ্রয় দিতে আবারও আহ্বান জানান। তিনি বলেন, ‘যদি এর ব্যত্যয় হয়, তাহলে যথোপযুক্ত আইনি প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। ইউরোপ একটি আইনি সম্প্রদায়।’