শরণার্থী সংকটে আগামিকাল ইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
Comments are closedশরণার্থী সংকট মেকাবিলায় আগামিকাল বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীরা। ইউরোপে প্রতিদিন হাজার হাজার শরণার্থী প্রবেশ করতে আর সুযোগ দেয়া হবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এই বৈঠক ডাকা হয়েছে। এদিকে, সংকট মোকাবিলায় আগামী দুই বছর ১৫ হাজার করে শরণার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।