শর্ত দিয়ে ‘অতিরিক্ত’ করছে মিয়ানমার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
Comments are closedএক সপ্তাহেও ফেরত পাওয়া যায়নি মিয়ানমারে বন্দি বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে। গত মঙ্গলবার টেকনাফের নাফ নদীতে বিজিবির ওপর গুলিবর্ষণ করে রাজ্জাককে অপহরণ করে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী-বিজিপি। এ বিষয়ে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান,রাজ্জাককে ফেরত দিতে শর্ত জুড়ে দিয়ে মায়ানমার ‘অতিরিক্ত’ করছে। আবদুর রাজ্জাককে ফেরতের শর্ত হিসাবে মিয়ানমারে আটক ৫ শতাধিক মানুষকে বাংলাদেশে আনার শর্ত জুড়ে দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।