শহীদ মিনারে কাল মেডিকেল শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি
Comments are closedমেডিকেল ও ডেন্টালের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের সংহতি সমাবেশে যোগ দেন অভিভাবক ও বিশিষ্টজনরা। ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ইউজিসি কর্মকর্তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেন শিক্ষার্থীরা। এছাড়া, আগামীকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছেন তারা। এতে, বুদ্ধিজীবিসসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগ দেওয়ার আহবানও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি মানা না হলে, রোববার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা জানিয়েছেন তারা।