শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী সদস্যদের ভূমিকার প্রশংসা
Comments are closedযুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি অতুল খেরা। তিন দিনের ঢাকা সফর শেষে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এই প্রশংসা করেন। বলেন, আগামীতে বাংলাদেশ থেকে উচ্চ পদ মর্যাদার সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেয়া হবে। এছাড়া, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে বাংলাদেশী পণ্য জাতিসংঘের শান্তি মিশনে নিয়ে নেওয়া যায় সে বিষয়ে আগামী বছর বাণিজ্য সম্মেলন আয়োজনের কথাও জানান অতুল খেরা।