শাবিপ্রবিতে তিন সদস্যের কমিটি গঠন
Comments are closedসিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে, ছাত্রলীগের হামলার প্রতিবাদে সকালে কালো ব্যাচ ধারণ ও তিনঘণ্টা কর্মবিরতি পালন করছে আন্দোলনকারী শিক্ষকরা। পরে তারা পদযাত্রা করে উপাচার্যের কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশ করেন। এসময় বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান। এদিকে, ছাত্রলীগের ওপর হামলার প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে মৌন মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার শিকার হন উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা।